শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সরকারি খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:৪৯

ভূমি অফিসের বাঁধা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় সরকারি খাল দখল করে ভবন নির্মাণ অব্যাহত রাখা অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত সরিকল বাজারের দক্ষিণ পাশে পালবাড়ি সংলগ্ন খালের একাংশ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন নাছির মোল্লা নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সরিকল ভূমি অফিস থেকে বাধা প্রদান করা হলেও কাজ চালিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। এ বিষয়ে নাছির মোল্লা জানান, ভবন নির্মাণ নয় এখানে একটি গোসলখানা নির্মাণ করা হবে। 

সরিকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সরদার মজিবর জানান, সরকারি জমি দখল করে ভবন নির্মাণে বাধা দেওয়া পরও নাছির মোল্লা নামের ওই ব্যক্তি ভবন নির্মাণ চালিয়ে আসছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, অভিযুক্ত নাছির মোল্লাকে অবৈধ স্থাপনা অপসারণ করতে বলা হয়েছে। কিন্তু তিনি তা মানছেন না। অতি শিগগিরই অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে বলে তিনি জানান।

ইত্তেফাক/পিও