মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সালাম মুর্শেদীর গুলশানের প্লটটি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় নেই

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৩:৩৭

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর গুলশান আবাসিক এলাকার প্লটটি (বাড়ি) পরিত্যক্ত সম্পত্তির তালিকায় নেই বলে হাইকোর্টকে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার এই হলফনামা দাখিল করে সংস্থাটি।

সংস্থাটির হলফনামায় বলা হয়েছে, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ব্লকের ২৭ নং প্লটটি এই পর্যন্ত সরকার কর্তৃক প্রকাশিত গেজেটে পরিত্যক্ত সম্পত্তির ‘ক’ ও ‘খ’ তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই বিধায় আবেদন মতে সেটি অবমুক্তির কোনো অবকাশ নেই। এতে আরো বলা হয়েছে, রিট আবেদনে রিটকারী যে যুক্তি পেশ করেছেন তাতে পুরো বিষয়টিকে ভুল দিকে পরিচালিত করেছে। এজন্য রিটকারী কোনো আইনগত প্রতিকার পেতে পারে না।

এদিকে রিট মামলা বিচারাধীন থাকায় সালাম মুর্শেদীর গুলশানের ঐ বাড়ি নিয়ে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঐ বাড়ি নিয়ে নতুন করে কোনো ধরনের ভিডিও তৈরি ও প্রচার না করতে রিটকারী আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে। সালাম মুর্শেদীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গতকাল এই আদেশ দেয়।

আদালতে সালাম মুর্শেদীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও সাঈদ আহমেদ রাজা, দুদকের পক্ষে খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, রিটকারীর পক্ষে অনীক আর হক ও রাজউকের পক্ষে জাকির হোসেন মাসুদ শুনানি করেন।

ইত্তেফাক/ইআ