শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ভারতেশ্বরী হোমসের ছাত্রীসহ টাঙ্গাইলে ৩ লাশ উদ্ধার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:২৩

টাঙ্গাইলের মির্জাপুরে আলাদা স্থান থেকে তিন লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) ওই লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামের কিরামত আলী সিকদারের মেয়ে ও ভারতেশ্বরী হোমসের দ্বাদশ শ্রেণির ছাত্রী মেহজাবিন সায়মা (১৭), মির্জাপুর উপজেলার আনাইতারার ইউনিয়নের পাছচামারী এলাকার ধলা মিয়ার স্ত্রী নাছিমা আক্তার ওরফে বেগম (৫০)। আরও একজনের পরিচয় জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মির্জাপুর থানা পুলিশ ও ভারতেশ্বরী হোমস সূত্র জানায়, পারিবারিক সমস্যা নিয়ে শিক্ষার্থী মেহজাবিন সয়মা মানষিকভাবে বিধ্বস্ত ছিল। হোমসের শিক্ষক ও ছাত্রীদের অগোচরে সোমবার দুপুরে হোস্টেরেল বাথরুমে গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. আবুর বাশার মোল্লা জানান, হোমসের পক্ষ থেকে মন্দিরা চৌধুরী মির্জাপুর থানায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। এসআই মো. মজিবুর রহমান ঘটনার তদন্ত করছেন।

এদিকে, বিকালে মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, মির্জাপুর পৌরসভার ৩ নম্বার ওয়ার্ডের বংশাই রোডের  রেলক্রসিং এলাকায় এক অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার দেহের খণ্ড খণ্ড অংশ রেল লাইনের বেশ কয়েক স্থানে পড়ে থাকতে দেখা গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।

মির্জাপুরে বংশাই রোডের রেলক্রসিং এলাকা। ছবি: ইত্তেফাক

অপরদিকে, উপজেলার পাকুল্যা-লাউহাটি আঞ্চলিক সড়কে উপজেলার আনাইতারা ইউনিয়নের পাঁছচামারী কবর স্থানের পাশে সিএনজি দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

আনাইতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা ময়নাল ও মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মজিবুর রহমান জানায়, নাছিমা আক্তার ও তার বড় জা পারভিন আক্তার লাউহাটির দিকে উল্টো পথে হাঁটতে ছিলেন। এ সময়  সিএনজি চালিত একটি অটোরিকশা তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই নাছিমা আক্তার নিহত হন। পরে স্থানীয়রা আহত পারভীন বেগমকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আলাদাভাবে তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো তাদরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে