শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভেড়ামারা পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১০:২৭

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় আধুনিক ড্রেন নির্মাণের লক্ষে দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ও সোমবার (৩০ জানুয়ারি) দক্ষিণ রেলগেট থেকে হিসনা নদী পর্যন্ত রাস্তার পাশে ড্রেনের ওপর অবৈধ দেয়াল, স্থাপনা ও ইমারত উচ্ছেদ করেন তারা।

পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, অবৈধ দখলদারদের পরপর তিনবার নোর্টিশ দেওয়া এবং মাইকিং করা হয়েছে। তারা নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই অভিযান চালানো হয়েছে।

এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা বলেন, যেসব স্থাপনা ভাঙা হয়েছে তা সবটাই সরকারি জমিতে ছিল। দীর্ঘদিন ধরে সড়কের পাশের ড্রেনটি বেহাল অবস্থায় থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমতো। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রসস্তকরণের উদ্যোগ নেয়ায় আমরা খুশি।

প্রথম দিন অভিযান চলাকালীন সময়ে পৌর মেয়রের সঙ্গে প্যানেল মেয়র নাইমুল হক, কাউন্সিলর সোলাইমান হোসেনসহ অন্য কাউন্সিলরাও উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএজে