বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আগুনে দগ্ধ অভিনেত্রী আঁখির অবস্থা অপরিবর্তিত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:৫১

রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ নাট্য অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, তাকে হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। এখনও তার অবস্থার কোনও উন্নতি হয়নি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, আঁখির অবস্থা গত দু'দিন মতোই আজ মঙ্গলবারও একই অবস্থায় রয়েছে। অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

চিকিৎসক বলেন, ‘শারমিন আঁখির শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার ইনহালেশন বার্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। আমরা নিয়মিত তাকে ফলোআপের উপরে রাখছি। তার সব ধরনের চিকিৎসা চলছে।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন