শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বেলারুশ সীমান্তের কাছে প্রশিক্ষণে ইউক্রেনের সেনাবাহিনী 

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৭:১২

নতুন আক্রমণের জন্য বেলারুশ সীমান্তের কাছে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আল-জাজিরার সাংবাদিক নাতাচা বাটলার বলেছেন, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সীমান্তের কাছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীরা। কেশা নামে ইউক্রেনের এক সাংবাদিক পরিচয় দিয়ে বলেছেন, সেনারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। 

তিনি আরও বলেছেন, যে-ই অস্ত্র নিয়ে আসবে সে তরবারির আঘাতে পড়বে। আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। তাই আমরা অপেক্ষা করছি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

ইত্তেফাক/এফএস/এএএম