বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

জনগণের টাকা লুট করতে বিদ্যুতের দাম বাড়িয়েছে: মোশাররফ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৭:৪৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের টাকা লুট করতেই সরকার দেশের মানুষের কথা বিবেচনা না করে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে। গণশুনানি উপেক্ষা করে ১৯ দিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছিল, আজকে আবারও বাড়ালো। রাষ্ট্রের কাছে টাকা নেই, তাই জনগণের কাছ থেকে টাকা লুট করতে বিদ্যুতের দাম বাড়িয়ে এই ফন্দি করছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরের পর রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

দুর্নীতির সূচকে বাংলাদেশের ১২তম অবস্থান নিয়ে মোশাররফ হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে এত লেখালেখি, বিদেশিরা এত চাপ দিচ্ছে, এরপরও কী পরিমাণ দুনীতি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে! দুর্নীতি দমন তো দূরের কথা, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩ থেকে ১২-তে নেমে এসেছে। এই দুর্নীতি করেছে আওয়ামী লীগের নেতা-কর্মী-সিন্ডিকেট। তাদের পক্ষে দুর্নীতি দমন সম্ভব নয়।

মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা মেগা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। দ্রব্যমূল্য বাড়ায় মানুষ দুর্বিষহ অবস্থায় রয়েছে।

বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না উল্লেখ করে মোশাররফ বলেন, বিএনপির ৩৭ লাখ নেতা-কর্মীর নামে মামলা রয়েছে। এভাবে মামলার আসামি করে বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সরকার। সরকারকে বিদায় দেওয়ার জন্য জনগণ রাস্তায় নেমেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে আমাদের পদযাত্রাকে নানা নামে সমালোচনা করছে। আমরা আপনাদের বলতে চাই, আপনাদের সময় শেষ। অতএব, প্রস্তুতি নেন। আমরা আপনাদের অগ্রিম বিদায়ের শোভাযাত্রা করছি এই পদযাত্রায়।

ইত্তেফাক/এসকে