চাকরি থেকে অবসরের সুবিধার্থে যুগ্মসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
যুগ্মসচিব শাহীন আরা বেগম স্বাক্ষতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর গমনের সুবিধার্থে যুগ্মসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো।
তারা হলেন- মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) লক্ষণ চন্দ্র দেবনাথ, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ জসিম উদ্দিন এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) রফিক আহম্মদ সিদ্দিকি।