শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাকেরগঞ্জে শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন 

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২৩:২৫

বরিশালের বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে পৌরসভার হ্যালিপ্যাড মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (বাকেরগঞ্জ)-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপজেলার সর্বস্তরের জনগণ।
 
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রথম উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ উদ্বোধন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াবান্ধব বিধায় তার ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে বিশ্ব দরবারে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

ইত্তেফাক/পিও