শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ঋণের প্রলোভনে অর্ধ লাখ হাতাল কথিত এনজিও ‘আকিস’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৫

নওগাঁর ধামইরহাটে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে ১০ হাজার টাকা করে জমা নিয়ে উধাও হয়েছে ‘আকিস’ নামে কথিত এনজিও। এ বিষয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা।

অভিযোগে জানা গেছে, ধামইরহাট পৌর সদরের টিঅ্যান্ডটি মোড়ে হানিফের বাসায় এনজিওর অফিসের ঠিকানা দিয়ে এনজিও আকিস নাম

পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে ঋণ দেওয়ার নামে সঞ্চয় বাবদ টাকা উত্তোলন করে আসছিল। এরই প্রেক্ষিতে সোমবার (৩০ জানুয়ারি) উপজেলার অমরপুর (শাখাইপুর) গ্রামের ভুক্তভোগী ১০ হাজার টাকা নিয়ে আশ্বাস দেয় যে মঙ্গলবার (৩১ জানুয়ারি) টাকা দেব।

ওই দিন বেলা ১১টার দিকে ঋণ আনতে গেলে অফিস বন্ধ দেখতে পেয়ে দিশেহারা হয়ে পড়ে ভুক্তভোগীরা। পরে খোঁজ নিয়ে জানা গেলে স্থানীয় একটি ডেকোরেটরের থেকে ২০ চেয়ার ও চার টেবিল ডিসেম্বর মাসে ভাড়ায় নিয়েছিল কথিত এনজিও অফিসটি।

এ বিষয়ে খোঁজ নিতে যাওয় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদেরকে মালাহার গ্রামের আফজাল হোসেন বলেন, আমার গ্রাম থেকে সাত জনের কাছ থেকে ৫২ হাজার টাকা নিয়ে গেছে, তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা ছিল।

টিএন্ডটি মোড়ে পলাশ হোসেন জানান, আমাকে এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা সঞ্চয় চেয়েছিল, কিন্তু আমি দেইনি, আর একদিনের মাথায় দেখছি সেই এনজিও উধাও।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, প্রতারকরা লোভনীয় আশ্বাস দিয়ে মানুষকে এ ভাবেই প্রতারিত করে থাকে, সেক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকা জরুরি। অভিযোগটি খতিয়ে দেখে ভুক্তভোগীদের সকল প্রকার আইনি সহযোগিতা করা হবে।

ইত্তেফাক/আরএজে