রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নিউইয়র্কে খন্দকার মোশাররফের ৮ গ্রন্থের মোড়ক উন্মোচন

দেশে একদলীয় শাসন চলছে: মির্জা ফখরুল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রদর্শনী হয়েছে নিউইয়র্কে। স্থানীয় সময় ২৯ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এ উপলক্ষে ‘নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি’ ব্যানারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বর্তমানে একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করছি। দেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছে। দেশে বিভিন্ন কায়দায় একদলীয় শাসন চলছে’।

অনুষ্ঠানে আটটি গ্রন্থের লেখক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও সাবেক সিনিয়র জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন ভার্চুয়ালি ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত আটটি গ্রন্থের বিশদ বিবরণ উপস্থাপন করেন।

’দেশে একদলীয় শাসন চলছে’

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ড. মোশাররফের মধ্যে যেমন দৃঢ়তা রয়েছে, তার লেখার মধ্যেও তা প্রতিফলিত হয়েছে। তার লেখায় যেমন রাজনীতি রয়েছে, তেমন অর্থনীতিও রয়েছে। বইগুলো পড়ে পাঠক ইতিবাচক ধারণা নিয়ে জীবনকে সমৃদ্ধ করতে পারবেন। তার রচিত বইগুলো ছড়িয়ে দিলে জনগণ ও রাজনীতি উপকৃত হবে।

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর ও অধ্যাপক মনির হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ডা. মজিবর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, মোশাররফ হোসেন সবুজ, এম. বাসিত রহমান, ফারুক হোসেন মজুমদার, যুবদলের কেন্দ্রীয় নেতা এম. এ বাতিন, স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ এইচ. চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আবু সাঈদ আহমেদ, মিজানুর রহমান মিজান, আতিকুল হক আহাদ, আমানত হোসেন আমান, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ সংগঠনসমুহের নেতা-কর্মী ও বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের উপস্থিতিতে বইগুলো প্রদর্শিত হয়।

ইত্তেফাক/এসসি