মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন সাইফুল ইসলাম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩১

বাংলাদেশি বংশোদ্ভূত সাইফুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির ডিটেকটিভ বরোর ব্রুকলিন সাউথ ভায়োলেন্ট ক্রাইম স্কোয়াডে কর্মরত। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্য তিনি।

সাইফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম, মা হাজেরা ইসলাম ১৯৮৬ সালে আমেরিকায় আসেন। পরের বছর মা বাবার কোল আলোকিত করে জন্ম নেন সাইফুল ইসলাম। ৫ ভাই ৪ বোনের মধ্যে সাইফুল ইসলাম সবার ছোট। স্কুলে পড়াশোনার সময়ে তাঁর স্বপ্ন জাগে বড় হয়ে একদিন পুলিশ অফিসার হবেন। এখন সেই স্বপ্নেরই শুধু বাস্তবায়ন ঘটাননি তিনি, হয়েছেন বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা। এখানে উল্লেখ্য, ক্যাপ্টেন পদটি পুলিশ বিভাগের নির্বাহী পদ। এর উপরের পদগুলো, বিশেষ করে পুলিশ কমিশনারের সর্বোচ্চ পদে পদোন্নতি হয় রাজনৈতিক বিবেচনায়।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, সাইফুল ইসলাম ২০০৮ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশ বিভাগে। একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে সাহসিকতা ও দাপ্তরিক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। কয়েকদফা পদোন্নতি শেষে গত ২৭ জানুয়ারি শুক্রবার তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন।

সাইফুল ইসলামের সহোদর ফখরুল ইসলামও এনওয়াইপিডি’র লেফট্যান্যান্ট পদে কর্মরত। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজার গ্রামে। তাদের ভগ্নিপতি আনোয়ার হোসাইন একই ডিপার্টমেন্টের ট্রাফিক সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন।

পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাস্টি অফিসার জসিম মিয়া এবং অফিসার রিপন ইসলাম।

বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম প্রিন্স সাইফুল ইসলামের পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন।

বাপা’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী জানান, বাংলাদেশি আমেরিকান ৫ জন এ পর্যন্ত ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন।

বাপা’র প্রতিষ্ঠাতা সভাপতি লেফটেনান্ট সাইদ সুমন জানান, বর্তমানে আনুমানিক ১ হাজার ৪৫০ জন বাংলাদেশি এনওয়াইপিডির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে ১ জন ডেপুটি ইন্সপেক্টর, ৪ জন ক্যাপ্টেন, ১ জন লেফটেন্যান্ট কমান্ডার, ৯ জন লেফটেন্যান্ট, কয়েক ডজন সার্জেন্ট, ডিটেক্টিভ এবং আনুমানিক পুলিশ অফিসারসহ ৫০০ জন ইউনিফর্ম অফিসার রয়েছেন। এছাড়াও এনওয়াইপিডিতে  প্রায় ১ হাজার ১০০ সিভিলিয়ান লোক নিযুক্ত রয়েছেন, তারা স্কুল সেফটি এজেন্ট, ট্রাফিক এজেন্ট, পুলিশ এডমিনিস্ট্রেটিভ, স্কুল ক্রসিং গার্ড হিসাবে কর্মরত এবং সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/এসসি