মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ভুয়া নিববন্ধন দিয়ে চাকরি, প্রভাষক কারাগারে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৭

ভুয়া নিববন্ধন দিয়ে চাকরি ও সরকারি সম্পত্তির ক্ষতি করার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শিবপদ সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, আশাশুনির বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সঙ্গে যোগসাজশে শিবপদ সাহা ওই প্রতিষ্ঠানে ২০০২ সাল থেকে ভুয়া নিবন্ধন দিয়ে প্রভাষক হিসেবে চাকরি নেন। ২০২২ সালে একই জেলার তালা উপজেলা কুমিরা মহিলা ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অনিত ব্যানার্জী আদালতে শিবপদ সাহার বিরুদ্ধে জাল নিববন্ধন তৈরি ও ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ করেন।

পরবর্তীতে দুদক ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, শিক্ষক নিবন্ধন না থাকায় জাল নিবন্ধন দিয়ে শিবপদ সাহা ২০০২ সালে অনার্স পাসের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে মাস্টার্স পাশ করার পর ২০০৫ সালে একই প্রতিষ্ঠানে তাকে পুনরায় নিয়োগ দেখানো হয়।

ইত্তেফাক/এসকে