মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন জাহিদুল ইসলাম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯

‘সাংবাদিকদের উন্নয়ন এবং কল্যাণ’ এই মূলনীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ 'অনলাইন প্রেসক্লাব'র ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা সরকারি গণ-গ্রন্থাগার অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) এবং বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত একমাত্র ইংরেজি অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য নারায়ণগঞ্জ পেইজ’ এর সম্পাদক মো. জাহিদুল ইসলাম চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আহবায়ক এম এ মান্নান ভূইয়া এবং সদস্য সচিব সাইমুন ইসলাম মো. জাহিদুল ইসলাম চৌধুরীকে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য পদের সার্টিফিকেট প্রদান করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাত ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম, বীরমুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান মিজান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহান, পিবিআই ঢাকা রেঞ্জের পুলিশ পরির্দশক এটিএম আক্তারুজ্জামান, দৈনিক ইয়াদের ভারপ্রাপ্ত সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, দৈনিক অপরাধ রিপোর্টের মাসুদুর রহমান দীপু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিস, সেক্রেটারী মো. মনির, খন্দকার হাফেজ মো. আওলাদ সহ নারায়ণগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ অনলাইন নিউজ পোর্টালের গণমাধ্যম কর্মীরা। 

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হোসেন আহবায়ক কমিটি এবং ৩১ জন সাধারণ সদস্যদের নামের তালিকা প্রকাশ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ মান্নান ভূইয়া।

ইত্তেফাক/এআই