শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩১

পাইপলাইন সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

বুধবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর-১৩ ও কচুক্ষেত এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।

ইত্তেফাক/কেকে