বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘ফিফার কংগ্রেস আন্তর্জাতিক ফুটবল সম্পর্ক মজবুত করে’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৪

এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ফিফার কংগ্রেসে গিয়ে বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক রোমাঞ্চের মধ্যে রয়েছেন। পৃথিবীর এত বড় এবং শক্তিশালী সংগঠনের গুরুত্বপূর্ণ সভায় গিয়ে যখন দেখলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেই এগিয়ে আসছেন, কথা বলছেন, ছবি তুলছেন।

এসব দেখে নিজেকে সংবরণ করতে পারলেন না। আরেক বার বাংলাদেশে আসার আমন্ত্রণটা দিয়ে ফেললেন ফিফার সভাপতিকে। ইনফান্তিনো খুব খুশি। বাংলাদেশের ফুটবল উন্মাদনার কথা সবই তার জানা। আর্জেন্টিনা, ব্রাজিলের ফুটবল ভক্তদের উৎসবমুখর করে রাখার কথাগুলো জানা ফিফা সভাপতির। সেই দেশের ফুটবল কর্মকর্তাদের সামনে পেয়ে ইনফান্তিনো দু পা এগিয়ে এসে বাড়তি আগ্রহ দেখান। স্বল্প সময়ের মধ্যে দুই-চারটা কথাও সেরে নেন।

এবার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের মানুষ কীভাবে আনন্দ করেছে তা যেন বাংলাদেশের কর্মকর্তাদের দেখলেই ইনফান্তিনোর মনে ভেসে ওঠে। কথার ছলে ইনফান্তিনোকে বাংলাদেশে ঘুরে যাওয়ার কথাটাও জানিয়ে রেখেছেন মানিক। ‘কথা বলতে তো দোষ নেই। উনি আসবেন কি আসবেন না। সেটা অনেক কাজের ব্যস্ততার ওপর নির্ভর করছে। আপনার সঙ্গে কারো দেখা হলে তাকে আমন্ত্রণ জানাতেই পারেন—বাহরাইন থেকে ফোনে বলছিলেন বাফুফের সহসভাপতি মানিক।

তিনি বললেন, ‘ইনফান্তিনো খুব সহজেই মানুষের সঙ্গে মেশেন। এগিয়ে আসেন, কথা বলেন। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন। আমার সঙ্গে ছবি তোলার সময় দেখা গেল তিনি নিজেই আমার ঘাড়ের দিকে কাত হয়ে ছবি তুলছেন। দূরত্ব রাখছেন না। এতে একজন মানুষের মনের ছবিটাও পরিষ্কার ভেসে ওঠে।’

আগের দুই মেয়াদে কিরণ ফিফার কাউন্সিল মেম্বার ছিলেন দুইবার। গতকাল বাহরাইনে ফিফার কংগ্রেস হয়েছে। এবারও লড়াইয়ে নেমে ছিলেন বাফুফের সদস্য কিরণ। বাংলাদেশের নারী প্রার্থী মাহফুজা আক্তার কিরণ এএফসির সদস্য নির্বাচিত হলেও ফিফার নির্বাচনী লড়াইয়ে তিনি পেরে উঠেননি। আরব দেশগুলো এবার একজোট হয়েছিল।

কিরণকে ফোনে পাওয়া গেল না। মানিক দেখলেন ফিফার নির্বাচন নিয়ে হয়ে যাওয়া নানা কৌশল। বিশ্বাসই করতে পারছেন না বাংলাদেশ থেকে আসা একটা মেয়ে কীভাবে দুনিয়ার বড় বড় কর্মকর্তাকে ডিঙ্গিয়ে কীভাবে ফিফার সদস্য হয়েছিলেন। মানিক বলছিলেন, ‘ফিফার নির্বাচন অনেক কঠিন। এখানে চীন, জাপানের মতো শক্তিশালী দেশও হারিয়ে যায়। সেখানে বাংলাদেশ থেকে এসে একজন নারী ফিফার বোর্ডে বসেছে। এটা বাংলাদেশের জন্য গৌরবের। অনেক বড় সম্মানের।’ 

মানিকের আশঙ্কা আর কোনো দিন বাংলাদেশ থেকে আর কোনো নারী ফিফার সদস্য হতে পারবে কিনা।’ মানিক জানিয়েছেন, কিরণ এএফসির সদস্য হয়েছেন। আর ফিফার নির্বাচনে হেরে তার মনটা খারাপ ছিল। এর মধ্যেও কিরণ নারী ফুটবলের উন্নয়নে সহযোগিতা চেয়ে  বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে জাপানের কাছে আরো বেশি সহযোগিতা চেয়েছেন কিরণ।’

মানিক জানিয়েছেন, আগামী সাফ ভারতে হতে পারে। ভারত আগ্রহ দেখিয়েছে। এছাড়াও ফিফার ফ্রেন্ডলি ম্যাচের জন্য কিরগিজস্তান, ইন্দোনেশিয়ার সঙ্গেও কথা হয়েছে। তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশে গিয়ে জানাতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো অনেক দেশের সঙ্গেই কথা বলছি। কিন্তু সব দেশে আমাদের সঙ্গে খেলতেও চায় না।’ ফিফার কংগ্রেসে গিয়ে মানিকের সহজ সরল উপলব্ধি, ফুটবলের উন্নয়নের জন্য আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের সঙ্গে আরো বেশি সম্পর্ক আরো বেশি মজবুত করা দরকার।’ 

ইত্তেফাক/এসএস