গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ের বিষয় নিয়ে আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে যৌথসভা ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।