দেশ ও জনগণের কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপিদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, আপনারা দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে এ পর্যায়ে এসেছেন। আমি আশা করি, আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে মেধার সর্বোচ্চটুকু দিয়ে দেশের উন্নয়নে, স্বাধীনতা সমুন্নত রাখতে ও প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি পাওয়া চার কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর পুলিশের পদসংখ্যা বৃদ্ধি করায় আমাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, জামিল আহমদ, মো. হুমায়ুন কবির, ওয়াই এম বেলালুর রহমান এবং মীর রেজাউল আলম।
এছাড়া অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় তাদের ফুলেল শুভেচ্ছা জানান আইজিপি। পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজিপি এবং তাদের স্ত্রীরা।
এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সর্বোচ্চ সামর্থ দিয়ে পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং দেশ ও জনগণের কল্যাণে চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন।