সদ্য শেষ হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদের খোঁজ মিলেছে। নির্বাচন সম্পন্ন হওয়ার পরের দিন বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তার সন্ধান পাওয়া গেলো।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনের ৫ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় সন্ধান করেও পরিবার তার খোঁজ পায়নি।
আসিফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তাকে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলশি সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকায় তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। তদন্তের কারণে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে স্ত্রী মেহেরুন্নেছা জানিয়েছেন, আবু আসিফকে পাওয়া গেছে। তিনি ঢাকার বসুন্ধরাস্থ বাসভবনে রয়েছেন। দ্রুত ব্রাহ্মণবাড়িয়া এসে বিস্তারিত জানাবেন। তিনি আসার পর জিজ্ঞাসাবাদ করে আসলে ঘটনা বোঝা যাবে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপননির্বাচনে স্বতন্ত্র প্রাথী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নেছা স্বামীর সন্ধানের দাবিতে প্রধান নির্বাচন কমিশারের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে, এই আসন থেকে নির্বাচনে জয়ী হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসিফ আহমেদের অনুপস্থিতিতে বুধবার উপ-নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় আসিফের স্ত্রী মেহেরুন্নেছা এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছিলেন এবং নিখোঁজ স্বামী আবু আসিফের সন্ধান পেতে প্রধানমন্ত্রী সহায়তা কামনা করেছিলেন।