সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘আমি এখন অদৃশ্য কারণে ছাড়পত্র হাতে পাইনি’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩০

বহুল আলোচিত ‘হলি আর্টিজান’-এর ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ সিনেমা। এটি ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে। কিন্তু নির্মাতা ফারুকীর ইচ্ছা ছিল বলিউডের ‘ফারাজ’ মুক্তির আগে অথবা একইদিনে ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার। আর একদিন পরই মুক্তি পাচ্ছে ‘ফারাজ’। কিন্তু আজ মুক্তি পাচ্ছে না মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা।

নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকি বলেন, ‘আমি এখন অদৃশ্য কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তাই আজ (শুক্রবার) ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া যাচ্ছে না। এদিকে, ‘শনিবার বিকেল’ সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করলেও এখনো দেশের দর্শক দেখতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি আপিল বোর্ডের শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল।

ইত্তেফাক/এমএএম