বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নারী ফুটবলে আরেকটি সাফল্যের অভিযান শুরু আজ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০

নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর আজ ঢাকায়, কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল চার দেশ নিয়ে লড়াই। সবার সঙ্গে সবার খেলা শেষে সেরা দুই দেশ ফাইনাল খেলবে ৯ ফেব্রুয়ারি। দুটি করে খেলা। আজ বিকাল ৩টায় প্রথম ম্যাচ খেলবে ভারত-ভুটান এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-নেপাল মুখোমুখি হবে। একদিন পর পর খেলা, একই সময়ে শুরু হবে। টিকিট ৫০ টাকা। দেশের কোনো টিভি দেখাবে না। একটি ইউটিউবে খেলা দেখা যাবে বলে গতকাল চার দল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়। এটি ছিল অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট। এএফসির ক্যালেন্ডারের সঙ্গে মিল রাখতে অনূর্ধ্ব-২০ করা হয়েছে। আর বয়স ভিত্তিক ফুটবলে বাংলাদেশ বরাবরই ভালো। সাফল্যে অনেক বেশি।

গত বছর সেপ্টেম্বরে, নারী ফুটবল দল নেপালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। সেই সাফল্যের পর আজ আবার নারী ফুটবল দল মাঠে নামবে তবে এই টুর্নামেন্ট বয়স ভিত্তিক। এটির সঙ্গে সাফ চ্যাম্পিয়ন দলের তুলনা হবে না। সাফ চ্যাম্পিয়ন এবং অনূর্ধ্ব-২০ ফুটবল, দুটি সম্পূর্ণ ভিন্ন। চার দেশের লড়াই হলেও কাগজে-কলমে ভারত ফেভারিট। অভিজ্ঞতায় তারা এগিয়ে। গত বছর ভারত ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ কাপ ফুটবল আয়োজন করেছিল। স্বাগতিক দেশ হয়ে সেবার টুর্নামেন্টে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, মরক্কোর বিপক্ষে হেরেছে। এক ম্যাচও ড্র করতে পারেনি। ১৬ গোল হজম করেছে। এমনকি একটি গোলও করতে পারেনি। তার পরও ভারত উপমহাদেশের ফুটবলে রাজত্ব করে। বিশেষ করে নেপাল, ভুটান, বাংলাদেশ যেখানে খেলে সেখানে ভারতকে সবাই ওপরে রেখে কথা বলে। ভারতের নারী কোচ মায়মল রকি নিজেদেরকে ফেবারিট মনে করে না। তিনি বলেন, ‘আমরা ফেভারিট না। বাংলাদেশকে সম্মান করি, নেপাল শক্তিশালী, ভুটানও ভালো। একশ ভাগ উজাড় করে দিতে পারলে রেজাল্ট আসবে।’

ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ কাপে দলের ১০-১২ জন রয়েছেন ঢাকায় আসা দলে। সাফে খেলেছেন অধিনায়ক মার্টিনা। সে আছেন। ৩৫ জন থেকে বাছাই করে ২৩ জনকে আনা হয়েছে ঢাকায়।

ভারতীয় এই কোচের সঙ্গে কথা বলে জানা গেল তাদের মুল টার্গেট হচ্ছে মার্চে এএফসি কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে। ঢাকায় ইয়াং ফুটবলারদের আনা হয়েছে। তারা নিজেদেরকে তৈরি করবে-সাফের মঞ্চ সেই সুযোগ দিয়েছে বলে বিশ্বাস করেন কোচ রকি। এই কোচ ২০১৬ সালেও বাংলাদেশে এসেছিলেন নারী ফুটবল দল নিয়ে। এখানকার পরিবেশ তার জানা। চেনা-জানা পরিবেশে যুদ্ধে নামানোর আগে খেলোয়াড়দের কীভাবে চাঙ্গা করতে হয় তা জানা আছে রকির।

ভুটানের অধিনায়ক সানাম পেলজন জানালেন তার দলের অনেক ফুটবলার এবারই আন্তর্জাতিক ম্যাচ খেলছে। তিনি বলেন, ‘আমরা জানি বাংলাদেশ কঠিন দল। এখানে আমাদের মাইন্ডসেট হচ্ছে জেতা নয়, সেরাটা দিতে চাই।’

 নেপালের অধিনায়ক প্রীতি রায়, ভারতের অধিনায়ক মার্টিনার চেয়ে খুব দ্রুত ইংরেজি বলেন। খুব চটপটে। বাংলাদেশ নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল সাফে। সেখানে খেলেছিলেন প্রীতি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমরা হেরেছিলাম বলে প্রতিশোধ নিতে এসেছি। এখানে প্রতিশোধের কিছু নাই। সব দলেরই চ্যাম্পিয়ন হওয়ার ফিফটি ফিফটি চান্স রয়েছে। ভুটান, বাংলাদেশক, ভারত, সব দলেই সমান সুযোগ রয়েছে।’ কয়েক দিন আগেই বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দল ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ খেলবে সন্ধ্যায়। অথচ তারা অনুশীলন করেছে সকালে। ফ্লাডলাইটে অনুশীলন না করার আক্ষেপে পুড়ছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

ইত্তেফাক/এমএএম