কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৯৯৯ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নিশাত আহমেদ (২৫) শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়িতে ভাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়। তিনি আন্তর্জাতিক একটি এনজিও সংস্থায় নারী সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
বাড়ির মালিক গফুর সওদাগর বলেন, আমাদের বাসার চারতলার ছাদে থাকা রুমে দুমাস আগে একা ভাড়ায় উঠেন ইউএনডিপি এনজিওর নারী কর্মী নিশাত আহমেদ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার বাসা থেকে চিৎকারের শব্দ পায় আমার মেয়েরা। আগুন লেগেছে বা কোন কারণে পড়ে গেছে মনে করে আমার মেয়েরা দৌঁড়ে নিশাতের রুম গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে।