মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

যুক্তরাষ্ট্রের আকাশে বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র, জানালো চীন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২১

যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক যে চীনা নজরদারি বেলুনের কথা বলা হয়েছে, সেটি মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয় বলে জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, বেলুনটি এর নির্ধারিত পথ থেকে সরে গেছে। ‘যুক্তরাষ্ট্রের আকাশে বেলুনটির অনাকাঙ্খিতভাবে ঢুকে পড়ার জন্য চীন দুখিঃত’।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা মনে করেন এই বেলুন আসলে অনেক ওপর দিয়ে উড়ে যাওয়া নজরদারি যন্ত্র। 

উল্লেখ্য, বেলুন গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে। সবশেষ বুধবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় স্টেট মনটানায় ওই ‘নজরদারি বেলুন’ উড়তে দেখার কথা জানান মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের আকাশে একটি বেলুন উড়তে দেখে নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। রহস্যজনক এই বেলুনটিকে কী করা হবে সেটি নিয়ে চিন্তিত হয়ে মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা।

ইত্তেফাক/এএএম