বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আমিরের জায়গায় শাহরুখ, পাঠানের সাফল্যে কি এর কারণ!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১১

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় শাহরুখ খানের প্রত্যাবর্তন হয়েছে। বিশ্বজুড়ে সাড়াও ফেলে ছবিটি। ‘পাঠান’র  এ সাফল্য স্বাভাবিকভাবেই বাণিজ্যিক মহলে শাহরুখের চাহিদা বাড়িয়ে তুলেছে।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি একটি ‘ফোন পেমেন্ট অ্যাপ’-এর মডেল হতে চলেছেন শাহরুখ। এতোদিন ধরে এই অ্যাপের বিজ্ঞাপনের মুখ ছিলেন আমির খান। তাকে সরিয়ে এ বার সেই অ্যাপের মডেল হতে চলেছেন শাহরুখ।

‘পাঠান’র সাফল্য আর ‘লাল সিংহ চড্ডা’র আশানুরূপ ফল না হওয়াই কী এই অদল বদলের কারণ? তা যদিও এখনও সঠিকভাবে জানা যায়নি। ইতোমধ্যেই প্রচুর নামী সংস্থার মডেল শাহরুখ। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক নাম।

এদিকে শোনা যাচ্ছে যে ‘যশরাজ ফিল্মস’ ‘ধুম ৪’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান। 

তাছাড়া ২০২৩ সালের জুলাইয়ে শাহরুখ অভিনীত  ‘জওয়ান’ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/আরএজে