বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আলভেজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্যাঞ্জ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৪

যৌন হয়রানির অভিযোগে কারাবন্দী দানি আলভেজের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চান তার স্ত্রী জোয়ানা স্যাঞ্জ, এমন গুঞ্জন চাউর হয়েছে বিগত কয়েকদিন ধরেই। এমনকি একটি টিভি চ্যানেলেও জানানো হয়েছিলো স্যাঞ্জ নিজেই নিশ্চিত করেছেন বিচ্ছেদ চাওয়ার ব্যাপারটি। তবে এবার সবকিছু উল্টে দিলেন স্যাঞ্জ নিজেই। আলভেজের কাছ থেকে বিবাহ বিচ্ছদের ব্যাপারে কিছুই নাকি জানাননি তিনি। 

এর আগে ‘এল প্রোগ্রামা ডি আনা রোহা’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে জানানো হয়েছিল যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত স্বামী আলভেজের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চান তার স্ত্রী। 

টেলিভিশন অনুষ্ঠানে আরও জানানো হয়, কারাগারেই আলভেজকে ফোন করে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন স্যাঞ্জ। 

টেলিভিশনের এমন দাবির দুদিন পর মুখ খুললেন আলভেজের স্ত্রী। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্যাঞ্জ জানান, আমাকে উদ্ধৃতি করে কিছু কথা ছড়ানো হয়েছে, যেগুলো পুরোপুরি মিথ্যা। আমি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করিনি বা কারো সঙ্গেই কথা বলিনি। আমার কিছু বলার থাকলে আমি নিজেই তা সবাইকে জানাবো। অন্যরা যা বলছে তার সবকিছুই শুধু অনুমান নির্ভর।

ইত্তেফাক/এসএস