বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্লে-অফ নিশ্চিত ৪ দলের, শীর্ষে  মাশরাফির সিলেট

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫

দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে রংপুর রাইডার্সের কাছে ঢাকা ডমিনেটর্সের পরাজয়ের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে গেছে এবারের আসরের প্লে-অফে খেলতে যাওয়া সেরা চার দল। 

নির্বাচিত হওয়া দলগুলো হলো- মাশরাফির সিলেট স্ট্রাইকার্স, সাকিবের ফরচুন বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

আপাতত ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে ফরচুন বরিশাল। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের তিনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সমান পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে রংপুর রাইডার্স।  

টুর্নামেন্ট থেকে বাদ পড়া বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স ১১ ম্যাচে ৬, খুলনা টাইগার্স ১০ ম্যাচে ৪ আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করায় তাদের পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফলে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে মাশরাফির সিলেট, সাকিবের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

 

ইত্তেফাক/জেডএইচ/আর