বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

'চীনকে কলঙ্কিত করতে বেলুনের ঘটনা ব্যবহার করা হচ্ছে'

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘গোয়েন্দা’ বেলুনের উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তবে শনিবার (৪ফেব্রুয়ারি) চীন বলেছে, বেইজিং যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে গুপ্তচর বৃত্তির বেলুন উড়িয়েছে-ওয়াশিংটনের এমন অভিযোগের সুযোগ নিয়েছে মার্কিন মিডিয়া ও রাজনীতিবিদরা। খবর এএফপি।

এ বেলুন উড়ানোর বিষয় শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেনকে বেইজিংয়ে একটি পরিকল্পিত বিরল সফর বাতিল করতে প্ররোচিত করেছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষে গ্রহণ করা এ সফর বাতিল করার সিদ্ধান্তের স্বল্প সময় আগে চীন দু:খ প্রকাশ করে একটি ব্যতিক্রমী বিবৃতি দিয়েছে এবং তারা বেসামরিক হালকা একটি আকাশযানকে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় ঠেলে দেওয়ার জন্য বাতাসকে দায়ী করেছে। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লিঙ্কেনের ঘোষণার প্রতিক্রিয়া জানাতে আরেকটি বিবৃতি দিয়েছে।

চীনের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘বেইজিং কখনোই কোন সার্বভৌম দেশের ভূখণ্ড ও আকাশসীমা লঙ্ঘন করেনি।’

এক্ষেত্রে "যুক্তরাষ্ট্রের কতিপয় রাজনীতিবিদ এবং মিডিয়া বেলুনের ওই ঘটনা চীনকে আক্রমণ ও কলঙ্কিত করতে ‘নাটক’ সাজিয়েছে।" 

ইত্তেফাক/এফএস