বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সকে ১৭১ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শনিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে সিলেট স্ট্রাইকার্স।
টসে হেরে ব্যাট করতে নেমে সিলেটকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তৌহিদ হৃদয় ও নাজমুল হাসান শান্ত। উদ্বোধনী জুটিতে ৪৩ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। তবে দলীয় ৪৩ রানে ২২ বলে ১৫ রান করে আউট হন নাজমুল হাসান শান্ত।
এরপর ক্রিজে এসে দ্রুতই সাজঘরে ফিরে যান জাকির হাসান। দলীয় ৫৯ রানে ৭ বলে ৭ রান করে ফিরে যান জাকির। জাকিরের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম।
মুশফিককে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন তৌহিদ হৃদয়। নিজের সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন হৃদয়। অন্যদিকে বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মুশফিক। ৩০ বলে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি।
এই দুই ব্যাটারের অপরাজিত ১১১ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। মুশফিক ৩৫ বলে ৫৫ ও তৌহিদ হৃদয় ৫৭ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে মেহেদী হাসান ও হাসান মাহমুদ নেন ১টি করে উইকেট।