মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের ভারত পরীক্ষা আজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৯

এক দিন পর পর খেলা। কঠিন ম্যাচ খেলে পরদিন রিকভারি থাকে। ভারী অনুশীলনের সুযোগ নেই। ইনজুরি থাকলে সেটা সারিয়ে ওঠার জন্য কাজ করতে হয়। ক্লান্তি দূর করতে যেসব কাজ, তা নিয়ে ব্যস্ত থাকতে হয়। কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই চার দল মাঠে নেমেছে। সেদিনই চার দলের খেলা হয়ে গেছে। গতকাল চার দলই ব্যস্ত সময় কাটিয়েছে খেলোয়াড়দের রিকভারি নিয়ে। আইস বাথ করানো হয়। ড্রামে ভরা বরফপানিতে নামিয়ে খেলোয়াড়দের রিকভারি করানো হয়। আইস বাথ করানো হলে খেলোয়াড়দের শরীরের যেসব স্থানে মাংশপেশিতে ব্যথা থাকে, টান লেগে থাকে, সেগুলো আবার স্বাভাবিক হয়। সকালের ভাগেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের অধিনায়ক শামসুন নাহার, গোলকিপার রূপনা চাকমা, নাসরিন আক্তার, রিপা, ইতি, স্বপ্না, সোহাগী, সুরমা, উন্নতি খাতুন, আইরিন, আকলিমা, আফিদা, আনিকা, হালিমা, প্রীতিরা স্ট্রেচিং করেছেন। শরীরের ক্লান্তি দূর করার কাজ করেন কোচিং স্টাফ।

আগের দিন নেপালের বিপক্ষে বাংলাদেশ ৩-১ গোলে জিতেছিল। সেই ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন অধিনায়ক শামসুন নাহার। খেলার পর তাকে শান্তিনগরে একটি হাসপাতালে নিয়ে চেকআপ করানো হয়। রাতেই তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হয়। গতকাল সকালে রিকভারি সেশনে নেমেছিলেন অধিনায়ক শামসুন নাহার। দলের আক্রমণভাগে শক্তির বড় উৎস শামসুন নাহার। কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘শামসুন নাহার সকালে রিকভারি করেছে। দুপুরে জিম করেছে। জিমে সাইক্লিং করেছে। স্ট্রেচিং করেছে। তবে আজ সন্ধ্যা পর্যন্ত দেখে সিদ্ধান্ত নেব শামসুন নাহারকে নামানো যাবে কি না।’ ছোটন বলেন, ‘শামসুন নাহার তো খেলতে চায়। আমরা দেখব তার শারীরিক অবস্থা কেমন।’ নেপালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন শামসুন নাহার।

চার দলই তাদের প্রতিপক্ষের খেলা দেখেছে। শক্তি-সামর্থ্যের ভার দেখেছে। প্রতিপক্ষ নিয়ে চেনাজানা হয়ে গেছে। এবার আসল লড়াইটা দেখা যাবে। আজ বাংলাদেশের ভারতপরীক্ষা। বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছেন, ‘ভারত-বাংলাদেশ ম্যাচটা হবে ফিফটি ফিফটি। ওরা শক্তিশালী দল।’

ভারত প্রথম ম্যাচে ১২-০ গোলে ভুটানকে হারিয়েছে। এক ম্যাচে ট্রিপল হ্যাটট্রিক হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। তিন জন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। বড় জয় একটা দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। প্রতিপক্ষের জন্য ভাবনার কারণ হয়ে দাঁড়ায়। ছোটন কী ভাবছেন—প্রশ্নটা উড়িয়ে দিলেন তিনি। বললেন, ‘আমরা কঠিন দলের বিপক্ষে (নেপালকে ৩-১ গোলে হারিয়েছে) জিতেছি। ভারত শক্তিশালী দল তাতে কোনো সন্দেহ নেই। এই লড়াইয়ে যারা সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই জিতবে।’ ভারতীয় কোচ ময়মল রকি খুব সচেতন। বাংলাদেশের ঘরে খেলা। লড়াইটা যে সহজ হবে না, তা জানেন তিনি। এই টুর্নামেন্টই গত বছর হয়েছিল অনূর্ধ্ব-১৮ বয়সের খেলোয়াড়দের নিয়ে। ভারতে অনুষ্ঠিত সেই লড়াইয়ের গ্রুপ পর্বে ভারত ১-০ গোলে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় মুখোমুখিতে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল ভারতকে। গোল করেছিলেন আকলিমা খাতুন। ২০২১ সালে ঢাকায় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল ভারতকে। গোল করেছিলেন শামসুন নাহার। আজ কমলাপুর স্টেডিয়ামে বিকাল ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটান-নেপাল।

 

ইত্তেফাক/ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন