শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে নবাবগঞ্জে ৪ জনের কারাদণ্ড

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৬

ঢাকার নবাবগঞ্জের চিতাখোলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে চার জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরসালিন (৪৩), সুজন মন্ডল (৪০), আসলাম (৪২), ও রাজু (৩৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার বিকেলে উপজেলার চিতাখোলা এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে চারটি মামলা দিয়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম সাজা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ হালিম বলেন, মাদকের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স। উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপরিদর্শক মফিজুর রহমান মোল্লা বলেন, সাজাপ্রাপ্ত আসামি চার জনকে রোববার সকালে  কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

ইত্তেফাক/আরএজে