জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরের শ্রীপুরের অ্যামাজিং রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেক্রেটারি মো. ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বার্ষিক সাধারণ সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান।
এ সময় অ্যাসোসিয়েশনের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, সংগঠনের কার্যপ্রণালী উপস্থাপন ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অ্যাসোসিয়েশনের ধারাবাহিক স্মরণিকা অভিস্মৃতি-১ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
বার্ষিক সাধারণ সভা পরবর্তী অ্যালামনাইদের পরিবারের অংশগ্রহণে এ অনুষ্ঠান মিলনমেলায় রূপ নেয়। অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যরা খেলাধুলা ও নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. নুরুজ্জামান, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক অধ্যাপক ড. স্বপন কুমার ধর, জাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী, জাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির, অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ প্রমুখ।
১৯৮৯ সালে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।