মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘প্রধানমন্ত্রীর আচার-আচরণ, ব্যবহার সবই আমাদের মা-খালাদের মতো’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১০

‘আমাদের মা খালা ফুফুরা যেমন ঠিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তেমন। আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় উনার আচার-আচরণ, ব্যবহার সবই আমাদের মা-খালাদের মতো।’ ইত্তেফাক অনলাইনের একান্ত সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এমনটা তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী, উনি যে রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, উনি যে জাতির পিতার কন্যা এমন মনোভাব কখনোই উনার মাঝে দেখিনি। এই শিক্ষাটা উনি পরিবার থেকে পেয়েছেন। ছোট মানুষদের উনি অনেক সন্মান করেন। করোনারকালীন যারা সহযোগিতা চাইতে লজ্জা পায় এমন মানুষদের উনি গোপনে ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করেছেন। জাতি হিসেবে আমাদের সৌভাগ্য আমরা শেখ হাসিনার মত একজন মানুষকে পেয়েছি। 

মশিউর রহমান হুমায়ুন বলেন, আমি ছাত্রলীগের রাজনীতি করার পর ২০০১ সালে এসে প্রিয় নেত্রীর সঙ্গে কাজ করা শুরু করি। সেই থেকে নেত্রীর সঙ্গে আছি। নেত্রীর সঙ্গে থেকে রাজনীতির অনেক কিছুই শিখেছি। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটিতে দুইবার সহ-সম্পাদকদের দায়িত্ব পালন করেছিলাম। স্কুল জীবনে আমি অতটা রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম না। তখন ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। পরবর্তীতে ইন্টারমিডিয়েটে গুরু দয়াল কলেজে ভর্তি হলে রাজনীতিতে সক্রিয় হই। এরপর  ১৯৮৬ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে পড়ি। সেখানে প্রথমে ছাত্রলীগের সদস্য, সহ-সম্পাদক পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরপর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সর্বশেষ কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করি। 

ইত্তেফাক/এমএএম