শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চাঁদাবাজির অভিযোগে শ্রমিক ও তাঁতী লীগের ২ নেতা আটক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৭

লক্ষ্মীপুরের রামগতিতে সড়কে যানবাহন আটকিয়ে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক ও তাঁতী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর এলাকা থেকে তাদেরকে আটক করেন। 

আটকরা হচ্ছেন, রামগতি পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও উপজেলা তাঁতী লীগের আহবায়ক গোলাম রাব্বানী। এদের মধ্যে মাহফুজ উপজেলার শিক্ষাগ্রাম এলাকার আবদুল বারেকের ছেলে ও রাব্বানী উপজেলার সবুজগ্রাম এলাকার নুরনবীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শ্রমিক লীগ নেতা মাহফুজ ও তাঁতী লীগ নেতা রাব্বানী স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগিতায় কয়েকদিন ধরে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কে ট্রাক্টর ট্রলি, মিনি ট্রাক ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিলো। রোববারও তারা একইভাবে যানবাহন প্রতি ৩০০ টাকা হারে চাঁদা নেওয়ার সময় চালকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় তারা এক চালককে মারধর করলে এর প্রতিবাদে ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকরা সড়কটি অবরোধ করে রাখেন। প্রায় দুই ঘণ্টা সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে চালকরা ঐক্যবদ্ধ হয়ে চাঁদা উত্তোলনকারীদের ধাওয়া করে। এ সময় মাহফুজ ও রাব্বানী তাদের হাতে ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং আটক মাহফুজ ও রাব্বানীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

পৌর শ্রমিক লীগের সভাপতি জিল্লুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার বাইরে আছি। অভিযোগ সত্য হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রামগতি থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চালকরা তাদের অবরোধ তুলে নেন। আটককৃতরা সরকারি দলের নাম ব্যবহার করে সড়কে চলাচলকারী যানবাহনে চাঁদাবাজি করে আসছিল। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/পিও