সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাবা শাকিব খানের অফিসে ছেলে বীর, যা বললেন বুবলী!

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২৯

গত ১৪ জানুয়ারি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুবাই গিয়েছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। সেখান থেকে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। এ সফরে দুই সপ্তাহের মতো দুবাই-যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ১ ফেব্রুয়ারিতে পা রাখেন ঢাকায়। দেশে ফেরার দিন পাঁচেক পর বাবা শাকিব খানের অফিসে দেখা গেলো ছেলে শেহজাদ খান বীরকে। 

বাবা শাকিব খানের অফিসে ছেলে বীর

সোমবার রাত ৯টা ২৬ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা বুবলি। ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘দাবা খেলা শেহজাদ স্যারের ভিশন প্রিয়। সে তার নিজের স্টাইলে খেলে।’ 

মুহূর্তের মধ্যে ভাইরাল হয় যায় শাকিবপুত্রের ছবি। শেহজাদকে শুভ কামনা জানায় নেটিজেনরা। 

বাবা শাকিব খানের অফিসে ছেলে বীর

গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব-বুবলির ছেলে শেহজাদের ছবি। ওই দিন সন্তানের ছবি প্রকাশ করে বুবলী লিখেছিলেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।’ 

২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলি।

ইত্তেফাক/ইআ