নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার সুলতান ভাই কাচ্চি রেস্তেরায় ভবন মালিকের গুলিতে আহত ম্যানেজার শফিফুর রহমান কাজল মারা গেছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।
এ ঘটনায় ভবনের মালিক আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাতে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, ‘আজাহার তালুকদার ও তার চার ভাই আঙ্গুর ভিলা নামে একটি ছয়তালা বাড়ির মালিক। বাড়ির নিচতালায় থাকা বেশ কয়েকটি দোকান একেক ভাইয়ের নামে বরাদ্দ। রেস্তোরার মালিক শুক্কুর আলী আজাহারের ছোট ভাই আজিজুল হাওলাদারের কাছ থেকে ভাড়া নেয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে আজাহার রেস্তোরায় গিয়ে পানির জন্য ১০ লাখ টাকা এককালীন বিল চায়। এসময় রেস্তোরার মালিক জানায়, ভাড়ার বিষয়ে আজিজুলের সঙ্গে কথা বলবে। ভাড়া নিয়ে কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত হয়ে পরে আজাহার ও দোকানের মালিকপক্ষ। এক পর্যায়ে আজাহার ক্ষুব্ধ হয়ে ঘর থেকে পিস্তল এনে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এতে রেস্তোরার ম্যানেজার শফিফুর রহমান কাজলের পেটে গুলি লেগে গুরুতর আহত হন। একই সময়ে রাসেল নামে এক পথচারীসহ পাঁচ জন আহত হন। গুরুতর আহত কাজলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।
এঘটনায় রেস্তোরার মালিক শুক্কুর আলী বাদী হয়ে মো. আজাহার তালুকদার ও আরিফ তালুকদার মোহনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
আহতরা হলেন-সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টের জিএম কাজল, কর্মচারী ইউনুস, আউয়াল ও জনি। আহতদের মধ্যে একজন পথচারীও রয়েছেন। তবে আহত আরেক জনের পরিচয় জানা যায়নি।