শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫০

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। তার নাম মো. গোলাম সৈয়দ রিংকু। 

ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  ‘রিংকু বগুড়ার বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে নুরকে খুঁজে পাওয়া গেছে। তবে, রিংকু এখনও নিখোঁজ।’

রিংকুর বন্ধুরা তাকে আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে উল্লেখ করলেও আর কোনো বিবরণ দিতে পারেনি। 

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, ‘আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।’

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে ভূমিকম্প হয়। এতে মৃতের সংখ্যা ৪ হাজার ৩০০ জনের বেশি দাঁড়িয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে বহু সরকারি ভবন ধসে পড়েছে। ভেতরে অনেক লোক আটকা পড়েছেন। 

ইত্তেফাক/কেকে