শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পায়েলকে নিয়ে তৌসিফ যখন ‘ফিটিং ইসমাইল’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৯

ইসমাইল পেশায় একজন চোর। শুধু পেশায় বললে ভুল হবে, পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চুরিটাকে পেশা আর নেশা হিসেবে নিয়েছেন তিনি।

সিএমভি’র ব্যানারে এমনই এক অদ্ভুত বংশীয় চোরের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ‘ফিটিং ইসমাইল’ নামের বিশেষ নাটকটিতে তৌসিফের বিপরীতে আছেন কেয়া পায়েল। ইব্রাহীম চৌধুরী আকিব ও মজুমদার শিমুলের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

নাটকে তৌসিফের বিপরীতে আছেন কেয়া পায়েল।

ইসমাইলের গার্লফ্রেন্ড বিউটি। যে আবার ইসমাইলের চুরির পেশাকে একদমই মেনে নিতে চায় না। এই বিউটি চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, ‘নাটকটির গল্প চোর ও চুরি নিয়ে। তবে এতে বেশ পজিটিভ বার্তা রয়েছে। যেটা নাটকটি দেখলে বুঝতে পারবে দর্শকরা। এতে চোরের চরিত্রে তৌসিফ মাহবুব অনবদ্য অভিনয় করেছেন। কেয়া পায়েলও দারুণ ছিলেন। কারণ গল্পটা চোরের হলেও দিনশেষে এটা প্রেমেরও।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ফিটিং ইসমাইল’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ইত্তেফাক/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন