ক্যারিয়ারে কোটি ভিউসমেত একাধিক গান থাকা স্বত্ত্বেও নতুন গান রিলিজে সময় নিলেন ৫ বছর! খুব অল্পসংখ্যক গান রিলিজ হলেও গানের ক্ষেত্রে শিল্পমান বজায় রেখেছেন সবসময়। শিল্পীর সর্বশেষ একক গান ‘তোমার উঁকিঝুঁকি’ প্রকাশ হয় ২০১৮ সালে। গানটির ভিডিও প্রকাশ হয় শিল্পীরই স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে ধ্রুব গুহ’র ‘দাগা’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল, সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।
সিনেআর্ট প্রোডাকশনের ব্যানারে গল্পনির্ভর এই গানের ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গল্পটি লিখেছেন মৌমিতা বিশ্বাস। ভিডিওতে অভিনয় করেছেন আকাশ ও রিয়া আর বিশেষ চরিত্রে আছেন তামুর। আছে শিল্পী ধ্রুব গুহর উপস্থিতিও।
দীর্ঘ বিরতির পর নতুন গান প্রকাশ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘পেছনের দুই বছর আমরা একটা দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে পার করেছি। সত্যি বলতে সবারই চোখে মুখে ছিলো উত্কণ্ঠা আর উদ্বেগ। করোনা ভাইরাস আমাদের থমকে দিয়েছিলো। মনে আনন্দ না থাকলে তো আর ভালো গান হয় না। ফলে আমি একটা ভালো গানের অপেক্ষায় ছিলাম পেছনের সময়টুকু। তাছাড়া শ্রোতাদের নিয়ে একটু ভাবনা চিন্তা তো ছিলোই। শ্রোতাদের কথা চিন্তা করেই এবার একটা শ্রুতিমধুর গান উপহার দিচ্ছি। সহজ কথায় সহজ সুরের গান এটি। আমার আগের গানগুলো যেভাবে শ্রোতারা আপন করে নিয়েছেন, এবারও তাই হবে বলে আশা করছি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ‘দাগা’ গানচিত্রটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের পাশাপাশি শিগগিরই শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপ-এ।
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতেই ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘আদরে রাখিও বন্ধু’র মতো শ্রুতিমধুর গান দিয়ে শ্রোতাদের মনে শক্ত অবস্থান তৈরি করে নেন ধ্রুব গুহ। এরপর প্রকাশ পায় শিল্পীর ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ গানগুলো।