মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

তুরস্কে চিকিৎসক-উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৮

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ। ১০ সদস্যের উদ্ধারকারী দলে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। এছাড়া চিকিৎসা সহায়তা দিতে ডাক্তার-নার্সের সমন্বয়ে একটি মেডিক্যাল দলও তুরস্কে যাচ্ছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। 

সূত্রটি জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দল দু’টি কাল বুধবার তুরস্ক যাবে। বর্তমানে দল দু’টিতে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে তা ঠিক করা নিয়ে কাজ চলছে।

গতকাল সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

উল্লেখ্য, তুরস্ক পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্পে ১৭ হাজার লোক নিহত হয়।

ইত্তেফাক/এএএম