শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৭

রাষ্ট্রপতি পদে কে হবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের লেভেল ৯-এর সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি দলের সংসদীয় দলের সভায় সংসদ সদস্যরা বিষয়টি সভানেত্রীর ওপর ছেড়ে দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'সংসদীয় দলের বৈঠকে দলের পক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা অর্পণের প্রস্তাব করা হয়েছে। সেটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এখন ঐক্যের প্রতীক শেখ হাসিনা সব জল্পনা কল্পনার অবসান ঘটাবেন।'

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। ছবি: ফোকাস বাংলা

বৈঠকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী উপস্থিত ছিলেন। 

টানা দুই বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মো. আবদুল হামিদ এবার বঙ্গভবন থেকে বিদায় নিতে যাচ্ছেন। তার উত্তরসূরি নির্বাচনে আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে।

ইত্তেফাক/এএএম