সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৯

বাগেরহাটের মোল্লাহাটে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় গণেশ চন্দ্র পোদ্দার (৪৭) নামে  এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রাজপাট এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গণেশ চন্দ্র পোদ্দার মোল্লাহাট উপজেলার চাউলটুরি গ্রামের মৃত চিত্তরঞ্জন পোদ্দারের ছেলে। তিনি নাশুখালি স্যোসাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান জানান, গণেশ চন্দ্র পোদ্দার রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি  ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/পিও