ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি হিসেবে আসিফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আহনাফ সাঈদ খান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম।
সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় আসিফ মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের এবং আহনাফ উর্দু বিভাগের শিক্ষার্থী। তারা দুইজন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আসিফ বিজয় একাত্তর হল এবং আহনাফ স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী।
ফলাফল অনুযায়ী, সাবেক নাট্য বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুমকে হারিয়ে সাধারণ সম্পাদক হিসেবে আহনাফ সাঈদ খান নির্বাচিত হন। এর আগে আসিফ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি এবং আহনাফ অর্থ সম্পাদক ছিলেন।
ফলাফল ঘোষণার সময় গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ ছাত্র অধিকার পরিষদ, ঢাবি শাখার সাবেক সভাপতি আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।