বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪ নারী ফুটবলার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৪

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাম্পে থাকা ৪ ফুটবলার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন রেহেনা, ঋতুপর্ণা চাকমা, আঁখি খাতুন। অন্য জায়গা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছিল শামসুন্নাহার। এই চার ফুটবলারই  উত্তীর্ণ হয়েছেন এইচএসসি পরীক্ষায়। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবার পাশের হার  ৮৫ দশমিক ৯৫ শতাংশ। বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘রেহেনা ৪.৫৮ পয়েন্ট পেয়ে পাস করেছেন। রিতু ও আঁখি পেয়েছেন ৪.৫০ পয়েন্ট। আর শামসুন্নাহার পেয়েছেন ২.৫৮।’

পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চার ফুটবলারের মধ্যে রিতু, আঁখি ও শামসুন্নাহার জাতীয় দলের খেলোয়াড়। আর রেহেনা খেলেন  অনূর্ধ্ব-২০ দলের হয়ে। 

ইত্তেফাক/জেডএইচ