আগামী ৭ জুন দ্য ওভালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচী চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওভালের ঐ ফাইনালের জন্য ১২ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে কোন দু’দল খেলবে, তা এখনও নিশ্চিত নয়। ফাইনাল খেলার দৌড়ে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। এই চার দলেরই এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজ বাকী রয়েছে। চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে লড়বে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার।
৭৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৫৮.৯৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ভারত। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা তৃতীয় স্থানে এবং ৪৮.৭২ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ২০২১ সালে প্রথম আসরের ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারায় ভারতকে। দ্বিতীয় আসরের ফাইনালে খেলার কোন সুযোগ নেই কিউইদের। ২৭.২৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে নিউজিল্যান্ড।
২০২৫ সালে তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু আগেই চূড়ান্ত করেছে আইসিসি। তৃতীয় আসরের ফাইনাল হবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে।