তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৫০০ ছাড়িয়েছে। ভূমিকম্পের ফলে সিরিয়ায় প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পের ঘটনা। বুধবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংখ্যাটি শুধুমাত্র সিরিয়ার সরকারি নিয়ন্ত্রণে থাকা অংশগুলোর বলে মনে হচ্ছে। সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি দেশের উত্তর-পশ্চিমের অন্যান্য অংশের অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন ও পরিবেশ মন্ত্রী হুসেইন মাখলুফের বরাত দিয়ে রয়টার্স রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, রাজ্যটি বাস্তুচ্যুত মানুষের জন্য ১৮০টি আশ্রয়কেন্দ্র খুলেছে।