মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রংপুরের বিপক্ষে সাদামাটা সংগ্রহ চট্টগ্রামের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সকে ১৩৩ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বুধবার (৮ ফেব্রুয়ারি) টসে জিতে রংপুরকে বোলিংয়ে পাঠায় চট্টগ্রামের অধিনায়ক জিয়াউর রহমান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। দলীয় ২৯ রানেই তিন ব্যাটারকে হারায় চট্টগ্রাম। ৯ বলে ১১ রান করে ম্যাক্স ও'ডাউড, ৮ বলে ২ রান করে উসমান খান ও ৭ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান মেহেদী মারুফ।

এরপর দলীয় ৪৩ রানে ফের উইকেট হারায় চট্টগ্রাম। ৮ বলে ১৫ রান করে আউট হন আফিফ হোসেন। আফিফের বিদায়ের পর দলীয় ৫৯ রানে ৭ বলে ৩ রান করে ফিরে যান কার্টিস ক্যাম্পার।

এরপর এরপর তৌফিক খান ও জিয়াউর রহমান ৩৮ রানের জুটি গড়েন। তবে দলীয় ৯৭ রানে ২৬ বলে ২৮ রান করে সাজঘরের পথ ধরেন তৌফিক খান। এর পর পরই দলীয় ১০৬ রানে ২৫ বলে ৩৩ রান করে আউট হন জিয়াউর রহমান। 

এরপর ইনিংসের শেষ বলে রান নিতে গিয়ে আউট হন বিজয়কান্ত বিজয়কান্ত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুরের পক্ষে রকিবুল ও হারিস রউফ নেন ২টি করে উইকেট। 
 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন