বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শারীরিক নির্যাতন, স্বামী আদিলকে জেলে পাঠালেন রাখি!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৬

স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওশিওয়াড়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন আদিল। এদিন আদালতে তোলা হলে তার জামিন না-মঞ্জুর করে অন্ধেরির কোর্ট। আদিলকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদিলের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, পরকীয়া, টাকা ও গয়না চুরি এবং পণ নেওয়ার মতো অভিযোগ এনেছেন রাখি। অভিযোগের গুরুত্ব বুঝে আদিলকে সোজা বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় রাখিকে। একটা সময় স্বামীর অত্যাচারের কথা বলতে গিয়ে সংজ্ঞাহীনও হয়ে পড়েন রাখি। 

রাখি সাওয়ান্ত ও তার স্বামী আদিল খান

রাখির ভাইয়ের দাবি, মায়ের মৃত্যুর দিন আদিল রাখির উপর অকথ্য শারীরিক নির্যাতন চালিয়েছে, এমনকী তাকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা পর্যন্ত করেছে। 

পুলিশের তথ্যানুসারে, ২০২২ সালের জানুয়ারি মাসে পরিচয় আদিল ও রাখির। এরপর একসঙ্গে একটি বিজনেস অ্যাকাউন্ট খোলেন দুজনে। পরবর্তীতে ২০২২ সালের জুন মাসে ওই অ্যাকাউন্ট থেকে নতুন গাড়ির কেনবার নাম করে ১.৫ কোটি টাকা তুলে নেন আদিল।

রাখি সাওয়ান্ত ও তার স্বামী আদিল খান

রাখির আইনজীবী ফাল্গুনি ব্রহ্মভাট বলেন, তাদের পক্ষ থেকে আদিলকে পুলিশ কাস্টডিতে পাঠানোর অনুরোধ করা হয়েছিল। যদিও ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়।

গত মাসেই জানা গিয়েছিল আট মাস আগেই প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে বিয়ে সেরেছেন রাখি। বিয়ের কথা জানাজানি হওয়ার সময় নাকি রাখি-আদিলের সম্পর্ক মোটেই ইতিবাচক ছিল না। বিগ বস মারাঠি শো'তে রাখি যখন অংশ নিচ্ছিলেন সেই সময়ই আদিল পরকীয়ায় লিপ্ত হন বলে জানান রাখি।

ইত্তেফাক/বিএএফ