ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রফিকুল ইসলাম নামের একজনকে অপহরণের সময় চট্টগ্রামে কর্মরত এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ছলির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার এসআই আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক পুলিশ সদস্যের নাম আশরাফুল ইসলাম। সে ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের আ. আজিজের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে আশরাফুল আলমসহ ৪/৫ জন একটি সাদা প্রাইভেটকারযোগে ছলির বাজারে এসে রফিকুল ইসলাম নামে একজনকে হাতকড়া লাগিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে জোর করে রফিকুলকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী বাধা দিলে আশরাফুলকে রেখে বাকিরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।
রফিকুল জানান, আমি তাদেরকে চিনি না। ঘটনার পর জানতে পেরেছি পাশের গ্রামে বাড়ি তাদের। কেনো অপহরণ করতে চেয়েছিলো এটা আমার জানা নেই।
ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আশরাফুলসহ ৪ জনকে আসামি করে মামলা করেছে রফিকুল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।