রোনালদোর ক্লাব আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল গড়ল ইতিহাস। সৌদি আরবের প্রথম ক্লাব হিসেবে আল হিলাল উঠে গেছে বিশ্ব ক্লাব বিশ্বকাপের ফাইনালে।
আল হিলাল এই ইতিহাসটা গড়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে। গত পরশু তাঞ্জিয়ারে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আল হিলাল ৩-২ গোলে হারিয়েছে ফ্লামেঙ্গোকে। আগামী শনিবারের ফাইনালে তাদের মুখোমুখি হবে মিশরের ক্লাব আল আহলি ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মধ্যকার বিজয়ী দল। আল হিলালের ফাইনালের প্রতিপক্ষ কে, আল আহলি নাকি রিয়াল মাদ্রিদ, সেটা হয়তো এতক্ষণে সবারই জানা। দ্বিতীয় সেমিফাইনাল যে হয়ে গেছে গত রাতেই।
এই তো কয়দিন আগে রোনালদো বেশ গর্বের সঙ্গে বলেছেন, সৌদি আরবের ফুটবল এখন অনেক উন্নতি করেছে। দেশের প্রথম ক্লাব হিসেবে বিশ্ব ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে যেন রোনালদোর সেই কথাই প্রমাণ করল আল হিলাল। ম্যাচের চার মিনিটেই পেনাল্টি থেকে গোল করে আল হিলালকে এগিয়ে দেন উইঙ্গর সালেম আল দাওশিরি। এই সালেম আল দাওশিরিই ছিলেন বিশ্বকাপে সৌদি আরবের আর্জেন্টিনা-বধের বড় নায়ক। তবে ২০ মিনিটেই পেদ্রোর গোলে সমতায় ফেরে ফ্লামেঙ্গো।
এরপর আবার এগিয়ে যায় আল হিলাল, প্রথমার্ধের যোগ করা সময়ে, সেই পেনাল্টি থেকেই এবারের গোলটিও করেন সেই সালে আল দাওশিরি। শুধু পেনাল্টি থেকে গোল হজম করা নয়, নিজেদের বক্সের ভেতর প্রতিপক্ষ খেলোয়াড়কে কড়া ট্যাকল করে ফ্লামেঙ্গোর জন্য আরো একটা বড় বিপদ ডেকে আনেন ব্রাজিলিয়ান মিডফিন্ডার গারসন। প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি তিনি সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ফ্লামেঙ্গো হয়ে পড়ে ১০ জনের দল। ফলে শেষ পর্যন্ত পেরে ওঠেনি ব্রাজিলিয়ান ক্লাবটি।