মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

প্রভাস-কৃতির বাগদানের খবরটি মিথ্যা!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৮

কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বাহুবলী তারকা প্রভাস ও কৃতি স্যাননের সঙ্গে  প্রেম করছেন। শুধু সম্পর্কের খবরই নয়, তারা বাগদান সাড়ছেন এমন খবরও প্রকাশ্যে এসেছে। তবে সেই গুঞ্জন বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। প্রভাসের টিম থেকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে খবরটি মিথ্যা বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, মূলত একজন চলচ্চিত্র সমালোচকের টুইটে বাগদানের গুজবটি ছড়ায়। তিনি দাবি করেন, আগামী সপ্তাহে মালদ্বীপে প্রভাস ও কৃতির বাগদান হবে।

ছবি: সংগৃহীত

প্রভাসের এক সহকারী বলেন, ‘প্রভাস-কৃতি ভালো বন্ধু। বাগদান করতে যাওয়ার খবরটি সত্য নয়।’

‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। আগামী ১৬ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ইত্তেফাক/বিএএফ